শত্রুবিমান ও জাহাজবিধ্বংসী কামানসংবলিত যুদ্ধজাহাজ তৈরি হয়েছে খুলনার শিপইয়ার্ডে। খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে পাঁচটি যুদ্ধজাহাজ (কোস্টাল টহল জাহাজ) নির্মাণের চুক্তি করে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে একটি জাহাজের নির্মাণকাজ শেষ হয়েছে। অন্যগুলোর নির্মাণকাজ চলছে। এটি আনুষ্ঠানিকভাবে ৮ অক্টোবর নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।