Sunday, September 18, 2011

ইয়াবা সহ গ্রেফতার এক যুবতী। যোগাযোগ মন্ত্রীর ভাতিজি পরিচয় দিয়ে বাচাঁর চেষ্টা

gv`vixcyi wWwe cywjk ïµevi iv‡Z KvjwKwb Dc‡Rjvi Wvmvi BDwbq‡bi †eZevwo MÖvg †_‡K 70 wcm Bqvev U¨ve‡jUmn Szgv bv‡gi GK wK‡kvix M„nea~‡K AvUK K‡i‡Q| cywj‡ki Kv‡Q †m †hvMv‡hvMgš¿x ˆmq` Aveyj †nv‡m‡bi fvwZwR e‡j Rvwb‡q‡Q|
wWwei GmAvB Kvgi“¾vgvb Rvbvb, †Mvcb msev‡`i wfwˇZ Zviv ïµevi ivZ mv‡o 10Uvq Szgvi wcZvi evwo Wvmv‡ii †eZevwo‡Z Awfhvb Pvjvq| Awfhv‡bi সময় wWwe cywjk Szgvi ¯^xKv‡ivw³ Abyhvqx Zv‡`i N‡i Ily‡ai †KŠUvq ivLv 70 wcm Bqvev D×vi K‡i|

Friday, September 9, 2011

আমাদের দেশের বিতর্কিত মন্ত্রী এবং উপদেষ্টামন্ডলীরা কেমন আছেন?

সরকারের আড়াই বছরের মাথায় অন্তত দশ মন্ত্রী-উপদেষ্টা বিতর্কিত হয়ে পড়েছেন। দুর্নীতি, ব্যর্থতা, অপকর্ম, অতিমাত্রায় দলবাজি আর লাগামহীন কথাবার্তা এসব মন্ত্রী-উপদেষ্টাকে বিতর্কিত করেছে। বিতর্কিত মন্ত্রী-উপদেষ্টাদের মধ্যে রয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম।

Saturday, September 3, 2011

পদ্মা সেতুর টেন্ডারে দুর্নীতি : তদন্ত করছে বিশ্বব্যাংক

একুশ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বাংলাদেশের পদ্মা সেতুর টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের দুর্নীতিবিরোধী ইউনিটের অনুরোধে কানাডার পুলিশ শুক্রবার সে দেশে এসএনসি-লাভালিন (আরসিএমপি) গ্রুপের একাধিক অফিসে সার্চ ওয়ারেন্ট নিয়ে তল্লাশি চালায়। দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র উদ্ধারে এ অভিযান