Thursday, May 10, 2012

বিশ্বের প্রথম চালকবিহীন গাড়ি


যুক্তরাষ্ট্রে চালকবিহীন গাড়ি নামানোর প্রথম অনুমতি পত্র পেয়েছে গুগল। সোমবার নেভাদা রাজ্যের মোটর ভেহিকেলস ডিপার্টমেন্ট (ডিএমভি) গুগলকে এ গাড়ির লাইসেন্স দিয়েছে। এক বিবৃতিতে ডিএমভি জানিয়েছে, কার্সন সিটি ও লাস ভেগাসের রাস্তা এবং নেভাদার মহাসড়কে চালকবিহীন গাড়িগুলো চালিয়ে পরীক্ষার পর গুগলকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। গুগল জানায়, তাদের চালকবিহীন গাড়িগুলো চালাতে একটি ভিডিও ক্যামেরা, রাডার সেন্সর, লেজার ও একটি তথ্যপঞ্জি (ড্যাটাবেজ) ব্যবহার করা হবে।

তথ্যপঞ্জিটি সাধারণ গাড়ি চালানোর সময় সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। পরীক্ষামূলক চালকবিহীন প্রযুক্তিতে জাপানের টয়োটা কোম্পানির প্রিয়াস মডেলের গাড়িকে চালকবিহীন গাড়িতে রূপান্তরিত করেছে গুগল। গুগলের ভাইস প্রেসিডেন্ট ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সেবাস্টিয়ান থরান চালকবিহীন এই প্রযুক্তি উদ্ভাবন করেন। গুগল আরও জানিয়েছে, তাদের এই বিশেষ গাড়িগুলো ক্যালিফোর্নিয়ার গোল্ডেন গেট ব্রিজ পার হয়ে প্রশান্ত উপকূলের মহাসড়ক পাড়ি দিয়েছে। এক বিবৃতিতে বিশেষ এ গাড়িগুলোকে ‘ভবিষ্যতের গাড়ি’ বলে অভিহিত করেছেন নেভাদা ডিএমভি’র পরিচালক ব্রুস ব্রেসলো। গত বছর নেভাদার আইন পরিষদ ২০১২ সালের ১ মার্চ থেকে রাস্তায় চালকবিহীন গাড়ির লাইসেন্স দেয়ার প্রস্তাব অনুমোদন করে।

No comments:

Post a Comment