Labels
- আজব ঘটনা (1)
- আবিষ্কার (2)
- ওয়ার্ল্ড রেকর্ড (1)
- ঝরে যাওয়া... (1)
- টেক বিশ্ব (2)
- তাজা খবর (3)
- দুর্নীতি (2)
- দুর্নীতি কথা (1)
- দেশের প্রথম (1)
- নিষ্ঠুরতা (1)
- নেশার জগত (1)
- বরনীয় (1)
- বিশ্বের প্রথম (5)
- বিস্ময়কর (2)
- ভালোবাসা (1)
- মর্মান্তিক ঘটনা (1)
- রেকর্ড বিশ্বব্যাপী (1)
- সাম্প্রতিক ঘটনা (1)
- স্মরণীয় ঘটনা (1)
Thursday, April 19, 2012
সুলতান কোসেন । বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি
গত তিন বছর ধরে গিনেস বুক অব ওয়ার্ল্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তির স্থান দখল করে রেখেছেন সুলতান কোসেন। জটিল রোগজনিত কারণে ২০০৮ সাল থেকে তার দেহের উচ্চতা প্রতিবছর ১ ইঞ্চি করে লম্বা হতে থাকে। তবে সম্প্রতি এই বৃদ্ধি প্রবণতা থেমে গেছে। এক কথায় বলতে গেলে, সুলতান কোসেন আর লম্বা হবেন না। তবে রোগ আর স্বাভাবিক কারণ মিলিয়ে এরইমধ্যে যে পরিমাণ লম্বা হয়েছেন তাতে তার উচ্চতা দাঁড়িয়েছে ৮ ফুট ৩ ইঞ্চি। ২৯ বছর বয়সী সুলতান কোসেন পেশায় খামারকর্মী। দুনিয়ার সবচেয়ে লম্বা মানুষ তুরস্কের এই বাসিন্দার পায়ের পাতার দৈর্ঘ্য ১৩.৭ ইঞ্চি আর হাতের মুষ্ঠি হচ্ছে ১০.৮ ইঞ্চি, যা বর্তমান বিশ্বে আর কারও নেই (মার্কিন মুষ্ঠিযোদ্ধা সনি লিস্টনের মুষ্ঠির বেড় ছিল ১৪ ইঞ্চি)। এবং দরকার ২৮ সাইজের জুতা।
Labels:
ওয়ার্ল্ড রেকর্ড
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment