Saturday, May 26, 2012

ওয়াসফিয়া নাজরিন। এভারেস্ট জয়ী বাংলাদেশী নারী।

পৃথিবীর সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ মাউন্ট এভারেস্ট চূড়ায় লাল-সবুজ পতাকা ওড়ালেন আরেক বাংলাদেশী নারী ওয়াসফিয়া নাজরীন। আজ শনিবার সকাল ছয়টা ৪১ মিনিটে হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে তিনি এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। সাত মহাদেশের সর্বোচ্চ সাত শৃঙ্গ জয়ে ওয়াসফিয়ার প্রচারসঙ্গী ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ তাদের ফেসবুক পাতায় দ্বিতীয় বাংলাদেশি নারীর এভারেস্ট চূড়ায় আরোহনের ঘোষণা দেয়। এভারেস্ট জয়ের পর
নাজরীন ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ কর্মসূচির মুখপাত্র করভী রাখসান্দকে স্যাটেলাইট ফোনে এ খবর দেন।
ওয়াসফিয়া নাজরীন গত বছর পৃথিবীর সাত মহাদেশের সাতটি চূড়া আরোহণের ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ কর্মসূচির ঘোষণা দেন। এভারেস্ট জয়ের মধ্য দিয়ে সাতটি পর্বত শৃঙ্গের মধ্যে তিনটি জয় করলেন ওয়াসফিয়া। এর আগে গত বছরের ২ অক্টোবর তিনি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ কিলিমানজারো এবং ১৬ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ একঙ্কাগুয়া জয় করেন।
১৯ মে বাংলাদেশের প্রথম নারী হিসেবে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। ২০১০ সালে ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট চূড়ায় লাল-সবুজ পতাকা ওড়ান।

No comments:

Post a Comment