Tuesday, January 24, 2012

গিনেস বুকে বাংলাদেশের হালিম

টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনুর পর বাংলাদেশের আরো একজন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। মাথায় বল নিয়ে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রমের রেকর্ড গড়ার কৃতিত্ব দেখিয়েছেন আব্দুল হালিম। মঙ্গলবার গিনেস বুকের ওয়েবসাইটে এই স্বীকৃতির কথা জানানো হয়।
১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস বুকে প্রথম বাংলাদেশী হিসেবে
নাম লিখিয়েছেন জোবেরা রহমান লিনু।
গত ২৮ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাথায় বল নিয়ে ১৫.২ কিলোমিটার হেঁটে রেকর্ডটি গড়েন হালিম।
গিনেস বুক কর্তৃপক্ষ হালিমের হাঁটার ভিডিও, পরদিন পত্রিকায় প্রকাশিত ইংরেজি ও বাংলা রিপোর্ট, ভেন্যুর আন্তর্জাতিক মাপ দেখে এবং ৫ জনের স্বাক্ষ্য গ্রহণ করে এই স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়।
এর আগে রেকর্ডটি ছিলো মালয়েশিয়ার ই মিং লুর। ২০০৯ সালের ২১ আগস্ট তিনি মালয়েশিয়ার সুবাঙ্গ জয়া স্টেডিয়ামে ১১.১২ কিলোমিটার হেঁটেছিলেন।
এমন অসাধারণ অর্জনে আব্দুল হালিম উচ্ছ্বসিত। মাগুরা থেকে টেলিফোনে তিনি জানান, “আমি সব সময় বিশ্বাস করতাম এক দিন এই কৃতিত্বের স্বীকৃতি পাবো। গিনেস বুকে নাম ওঠায় আমি দারুণ খুশি। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। গিনেস কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নেই আমার।”

No comments:

Post a Comment