Wednesday, January 25, 2012

বিশ্বের প্রথম চুম্বক সাবান

গবেষকরা বিশ্বের প্রথম চুম্বক সাবান উদ্ভাবনের দাবি করেছেন। ইউনিভার্সিটি অফ ব্রিস্টল-এর গবেষকদের উদ্ভাবন করা এ সাবান শিল্পকারখানায় পরিছন্নতার কাজে ব্যবহার করা যাবে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

গবেষকরা জানিয়েছেন, চৌম্বক শক্তিযুক্ত এ সাবান তৈরিতে
ব্যবহার করা হয়েছে লৌহযুক্ত লবণ যা সহজেই পানিতে দ্রবীভূত হয়। আবার দ্রবণ তৈরি করা হলে চৌম্বকক্ষেত্র হিসেবেও কাজ করে।

দ্রবণ হিসেবে পানি থেকে তেল দূর করতে সাবানের কার্যকারিতা বৃদ্ধি এবং পুনরায় সাবান আলাদা করার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন গবেষকরা। চৌম্বকীয় সাবান পানির ময়লা দূর করতে আরো বেশি কার্যকর হবে বলেই গবেষকরা জানিয়েছেন।

পানিতে ব্যবহারের পর আবারও সাবানের উপাদান সংগ্রহ করা যাবে এবং এতে খরচ বাঁচবে।

No comments:

Post a Comment